বাসস ক্রীড়া-১৭ : শানাকার বিধ্বংসী ব্যাটিং-এ কুমিল্লার সংগ্রহ ৭ উইকেটে ১৭৩ রান

276

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
শানাকার বিধ্বংসী ব্যাটিং-এ কুমিল্লার সংগ্রহ ৭ উইকেটে ১৭৩ রান
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : শ্রীলংকান দাসুন শানাকার বিধ্বংসী ব্যাটিং-এ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। এ ম্যাচের অধিনায়ক শানাকা ছয় নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৩১ বলে অপরাজিত ৭৫ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আজ দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে এ পর্যায়ে কুমিল্লার রান ছিল ১৩ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ৮৯ রান। উইকেটে সেট হয়ে পরবর্তীতে ব্যাট হাতে ভয়ংকর রুপ নেন শানাকা। ইংল্যান্ডের লুইস গ্রেগরির ১৮তম ওভারে ১৪, মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভারে চার ছক্কায় ২৬ রান ও পাকিস্তানের জুনায়েদ খানের ২০তম ওভার থেকে ৩ ছক্কা ও ১টি চারে ২৩ রান আদায় নেন শানাকা।
২৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করা শানাকা শেষ পর্যন্ত ৩টি চার ও ৯টি ছক্কায় ৩১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া সৌম্য সরকার ২৬ ও ইংল্যান্ডের ডেভিড মালান ২৫ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ওয়ারিয়র্স : ১৭৩/৭, ২০ ওভার (শানাকা ৭৫*, সৌম্য ২৬, গ্রেগরি ২/২৫)।
বাসস/এএসজি/এএমটি/২০৫০/স্বব