বাসস ক্রীড়া-১২ : এসএ গেমসে অ্যাথলেটদের সাফল্যে খুশি বিওএ মহাসচিব

111

বাসস ক্রীড়া-১২
এসএ গেমস-বিওএ-প্রতিক্রিয়া
এসএ গেমসে অ্যাথলেটদের সাফল্যে খুশি বিওএ মহাসচিব
কাঠমান্ডু, ১১ ডিসেম্বর ২০১৯ (বাসস) : নেপালে সদ্য সমাপ্ত ত্রয়োদশ এসএ গেমসে অ্যাথলেটদের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।
গেমস শেষে গণমাধ্যমকে তিনি বলেন,‘ প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পেরে সত্যিই খুশি.. তবে বেশ কয়েকটি ইভেন্টে এ্যাথলেটরা প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিছু কিছু ডিসিপ্লিনে আমরা স্বর্ণ পদক প্রত্যাশা করেছিলঅম.. পেয়েছি রৌপ্য। তবে আমরা হতাশ নই। ওই সব ডিসিপ্লিনে স্বর্ণ পেলে আরো ভাল লাগতো।’
শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘স্বর্ণ পদক সংখ্যায় আমরা ২০১০ সালের এসএ গেমসকেও ছাড়িয়ে গেছি। তবে বড় গেমসগুলোতে সফলতা পেতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
কোহিনুর বলেন, ‘এখন থেকেই আমাদের ক্রীড়াঙ্গনের অবকাঠামো গড়ার চিন্তা শুরু করতে হবে। মাঠের খেলায় ও অবকাঠামোর দিক থেকে নেপাল আমাদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে এবং তাদের কাছ থেকে এখন আমাদের শিখতে হবে।’
বাসস/এসজি/এমএইচসি/১৮২৫/স্বব