বাজিস-১০ : নীলফামারীতে সমাজকল্যাণ পরিষদের ১৭ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ

118

বাজিস-১০
নীলফামারী-বিতরণ
নীলফামারীতে সমাজকল্যাণ পরিষদের ১৭ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ
নীলফামারী, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে আজ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের স্থানীয় ও জাতীয় তহবিল থেকে ১৯৪ ব্যক্তির মাঝে মোট ১৭ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সহায়তার চেক বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে ওই সহায়তার টাকার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজ সেবা দপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম ও সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম জানান, সমাজকল্যাণ পরিষদের স্থানীয় তহবিল থেকে সাধারণ চিকিৎসায় ১০১ জনকে তিনলাখ ৫১ হাজার টাকা, জাতীয় তহবিল থেকে ২৫ জনকে ১২ লাখ ৫০ হাজার টাকা এবং ৭১ জন শিক্ষার্থীকে একলাখ ৪২ হাজার টাকা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮০০/এমকে