বাসস দেশ-১৬ : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন অধ্যাপক মোশতাক চৌধুরী

117

বাসস দেশ-১৬
মোশতাক-জাতিসংঘ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন অধ্যাপক মোশতাক চৌধুরী
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ব্র্যাক জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথের অ্যাডভাইজার এবং প্রতিষ্ঠাতা ডীন, প্রফেসর মোশতাক চৌধুরী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন।
ড. চৌধুরী যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র ফেলো এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্সের ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার।
তার দু’শোরও বেশি বিজ্ঞান বিষয়ক নিবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, যা বিশ্বব্যাপী সমাদৃত। তার সহ-সম্পাদনায় কৃষি উন্নয়ন ও উদ্ভাবনে ব্র্যাকের অবদান বিষয়ে ‘ফ্রম দা গ্রাউন্ড আপ: ব্র্যাক’স ইনোভেশন ইন দ্যা ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ এন্ড বিয়ন্ড” নামে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে।
বাসস/সবি/কেসি/১৭২০/বেউ/এএএ