বাসস ক্রীড়া-১১ : অলিম্পিক থেকে নিষিদ্ধ রাশিয়া, তবে উন্মুক্ত জাপান গেমস

242

বাসস ক্রীড়া-১১
অলিম্পিক-রাশিয়া-নিষেধাজ্ঞা
অলিম্পিক থেকে নিষিদ্ধ রাশিয়া, তবে উন্মুক্ত জাপান গেমস
মস্কো, ১০ ডিসেম্বর ২০১৯ (বাসস): সম্ভবত পরবর্তী অলিম্পিকের দুটি আসর থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে রাশিয়া। তবে ২০২০ টোকিও গ্রীষ্মকালিন অলিম্পিকে তাদের দরজা খোলা। সে জন্য অবশ্য ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে রুশ অ্যাথলেটদের।
রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় অ্যাথলেটদের নিষিদ্ধ ঘোষিত শক্তিবর্ধক মাদক ব্যবহারের অভিযোগে সোমবার চার বছরের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া ইভেন্টে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ওয়াডা। তবে আর মাত্র সাত মাস পর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশগ্রহণ করতে পারবে রুশ অ্যাথলেটরা। এজন্য তাদেরকে ওয়াডার বেঁধে দেওয়া নিয়ম মেনে নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করতে হবে।
আর মাত্র সাত বছরের কম সময় রয়েছে টোকিও অলিম্পিকের। তবে কতজন রুশ অ্যাথলেট সেখানে অংশগ্রহণ করতে পারছে এবং এ জন্য তাদেরকে কোন মান বজায় রাখতে হবে সেটি এখনো স্পষ্ট করেনি ওয়াডা। অবশ্য এই ঘটনায় এটি বুঝা যাচ্ছে যে টোকিও অলিম্পিকে রুশ কন্টিজেন্টের আকার হবে অতীতের যে কোন সময়ের তুলনায় ছোট।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ওয়াডার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার ভিত্তি মস্কোর রয়েছে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০০৫/স্বব