বাসস দেশ-৩৩ : যুক্তরাষ্ট্র সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

145

বাসস দেশ-৩৩
বিমান বাহিনী প্রধান-প্রত্যাবর্তন
যুক্তরাষ্ট্র সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জিন্ট বেস পার্ল হারবার-হিকাম, হাওয়াই-এ অনুষ্ঠিত প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম (প্যাকস ১৯) এ অংশগ্রহণ করেন। এবারের সিম্পোজিয়ামের মুল বিষয়বস্তু ছিল “আঞ্চলিক সুরক্ষার জন্য একটি সহযোগী পদ্ধতি” ।
এ সিম্পোজিয়ামে উপস্থাপিত আঞ্চলিক সুরক্ষা, ডোমেন সচেতনতা, মাল্টি-ডোমেন অপারেশন, আন্তঃব্যবহার্যতা – মানবিক সহায়তা অথবা দুর্যোগ ত্রাণ বিষয়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মানবিক সহায়তা অথবা দুর্যোগ ত্রাণ শীর্ষক প্যানেল ডিসকাশনে বক্তৃতা করেন।
এছাড়াও, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী শ্রীলংকা, ভারত, ব্রুনাই, ফ্রান্স ও ইন্দোনেশিয়া বিমান বাহিনী প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন।
এ সম্মেলনে যোগদানের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা হুমকি এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয় যা বৈশি^ক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয়।
এছাড়াও, বিমান বাহিনী প্রধানের এই সফর অংশগ্রহণকারী দেশ সমূহের বিমান বাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইউএস প্যাসিফিক এয়ার ফোর্স কমান্ডার এর আমন্ত্রণে গত ২ ডিসেম্বর এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৮৪০/-কেজিএ