বাসস দেশ-২৬ : বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত

187

বাসস দেশ-২৬
রুহুল আমিন-শাহাদৎ
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত
ঢাকা, ১০ ডিসে¤¦র, ২০১৯ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ খুলনায় শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেন ভারপ্রাপ্ত কমান্ডার খুলনা নেভাল এরিয়া কমডোর এস এম মনিরুজ্জামান।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাসস/আইএসপিআর/এমএএস/১৭৫০/এএএ