বাসস দেশ-১২ : অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে স্পিকারের শোক

114

বাসস দেশ-১২
স্পিকার- শোক
অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদার্থ বিজ্ঞানের বরেণ্য অধ্যাপক মুক্তিযোদ্ধা অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার বলেন, পদার্থবিদ অজয় রায়ের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মহান মুক্তিযুদ্ধে ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মুক্তিযোদ্ধা অজয় রায়ের আত্মার শান্তিকামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া, পদার্থবিদ মুক্তিযোদ্ধা অজয় রায়ের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের একজন। বর্তমানে তিনি নির্মূল কমিটির উপদেষ্টা। চার বছর আগে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮ অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন। একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে ১টার দিকে অধ্যাপক অজয় রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসস/সবি/এমআর/১৭১০/-আসাচৌ