বাসস দেশ-২৩ : আদালতে হট্টগোলের ঘটনায় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

102

বাসস দেশ-২৩
লিগ্যাল-নোটিশ
আদালতে হট্টগোলের ঘটনায় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৯ ( বাসস) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানির সময় হট্টগোলের ঘটনা তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার ও আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর আজ এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়।
নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী রাশিদা চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জামিন বিষয়ে শুনানির সময় গত ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলে সময় চেয়েছিলো রাষ্ট্রপক্ষ। প্রতিবেদন দিতে আপিল বিভাগ নির্দেশ দিয়ে শুনানি ১২ তারিখ পর্যন্ত মুলতবি করেন।
এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন প্রতিবেদন রোববার বা সোমবার (৮ বা ৯ ডিসেম্বর) দিতে নির্দেশনার আবেদন জানান। কিন্তু তারিখ পরিবর্তন করেননি আদালত।
এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত কক্ষে হৈ চৈ শুরু করেন। এক পর্যায়ে বিচারকরা এজলাস কক্ষ ত্যাগ করেন। বিরতির (১১টা থেকে সাড়ে ১১টা) পর ফের আদালত বসলে এডভোকেট জয়নুল আবেদীন শুনানি করতে চান। কিন্তু আদালত তাতে সায় দেননি। ওই সময় বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের কারণে অন্য মামলার শুনানিও ব্যাহত হয়।
এ সময় বিএনপিপন্থী ২/১ জন সিনিয়র আইনজীবী আদালত কক্ষ থেকে বের হতে চাইলে জুনিয়রদের বাধার মুখে পড়েন। এজলাস কক্ষে তারা খালেদা জিয়ার জামিনের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। পরে আপিল বিভাগের বিচার কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা সোয়া ১টার দিকে এজলাস কক্ষ ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ। পরে আইনজীবীরাও বের হয়ে যান।
বাসস/এএসজি/ডিএ/১৮১৫/কেকে