পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৩ জন নিহত

179

পিরোজপুর, ৮ ডিসেম্বর, (বাসস) : জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ ৩ জন নিহত হয়েছেন।
এছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী।
মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাকসুদুল হক দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, আজ রোববার ভোরে পিরোজপুর-মঠবাড়িয়া-পাঠরঘাটা সড়কে ঢাকা থেকে পাথরঘাটাগামী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ (৬৫) ও একই গ্রামের অটোরিকশা চালক বেলাল হোসেন (৩৫)।
নিহত অপরজনের নামপরিচয় জানা যায়নি।
গুরুতর আহত গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুলকে (৩৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আজ ভোরে উপজেলার ঝাউতলা এলাকায় পাথরঘাটাগামী ঈগল পরিবহনের একটি বাস বিপরীতমুখি একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ মারা যান। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে সেখানে বেলাল ও অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।