বাসস দেশ-২২ : সাংবাদিক মনসুর স্মরণে শোকসভা

234

বাসস দেশ-২২
সাংবাদিক-শোকসভা
সাংবাদিক মনসুর স্মরণে শোকসভা
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাংলা ট্রিবিউনের সাব-এডিটর সাংবাদিক মনসুর আলীর স্মরণে শোকসভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান, আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, সহকর্মীসহ সাংবাদিক মনসুর আলীর দুই ভাই উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান। আরো বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আহমদ, বিভাগের প্রাক্তন কাওসার শাহীন, আজিজুল ইসলাম, আনোয়ার রোজেন, ইমাদ বাপ্পি, বারেক কায়সার, গোলাম রসুল প্রমুখ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র সাব-এডিটর আবু তাহের টোটন, সিনিয়র রিপোর্টার গোলাম মওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার।
সভায় মনসুর আলীর অকাল মৃত্যুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি তহবিল গঠন করে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে।
অনুষ্ঠানে আর্টিক্যাল নাইনটিনের পক্ষ থেকে মনসুরের পরিবারকে সহায়তা হিসেবে এক লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
বাসস/সবি/কেজিএ/১৮৫৮/-আসাচৌ