বাসস দেশ-১৮ : পেশাগত মানসিকতা নিয়ে কাজ করায় চিকিৎসকদের প্রতি গণশিক্ষা প্রতিমন্ত্রীর আহবান

115

বাসস দেশ-১৮
জাকির-পরিদর্শন
পেশাগত মানসিকতা নিয়ে কাজ করায় চিকিৎসকদের প্রতি গণশিক্ষা প্রতিমন্ত্রীর আহবান
কুড়িগ্রাম,৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পেশাগত মানসিকতা নিয়ে দরিদ্র জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান।
জাকির হোসেন বলেন, মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন।
তিনি আরো বলেন, দরিদ্র এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্টদের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মমিনুল ইসলাম।
পরে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।
বাসস/সবি/এমএএস/১৮৪০/-জেজেড