বাজিস-৮ : গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

148

বাজিস-৮
গোপালগঞ্জ-মুক্ত দিবস
গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত
গোপালগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস): নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সামাজিক সংগঠন বিডি ক্লিন পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
আজ শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাদিকুর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করে সামাজিক সংগঠন বিডি ক্লিনের কর্মিরা। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭৩০/এমকে