উন্নত বিশ্বকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার আহবান

245

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিক সমাজের পক্ষ থেকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে উন্নত বিশ্বের দেশগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।
একইসাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিক সমাজের প্রতিনিধিরা জাতিসংঘের অধীনে প্যারিস চুক্তি বাস্তবায়নের নীতিমালা গ্রহণ করারও আহবান জানিয়েছেন।
স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জলবায়ুর বিরুপ প্রভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিক সমাজের প্রতিনিধিরা এ আহবান জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে উন্নত দেশগুলোকে তাদের জাতীয় নির্ধারিত অবদান (ন্যাশনালি ডিটারমাইনড কনট্রিবিউশন) বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিক প্রতিনিধিরা প্যারিস চুক্তি বাস্তবায়নের ব্যাপারেও কোনো ধরনের ভ্রান্ত সমাধানের চেষ্টা না করারও আহ্বান জানান।
এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উন্নত দেশগুলোর প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নয় বরং প্যারিস চুক্তি বাস্তবায়ন করতে হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে আর্টিকেল ৬ এর নীতিমালা অনুযায়ী (গ্রিন হাজউ গ্যাস হ্রাসের বাণিজ্যিক পদ্ধতি)।
‘২৫তম জলবায়ু সম্মেলন এবং স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রত্যাশা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের ইক্যুইটিবিডি’র সৈয়দ আমিনুল হক। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া ক্লাইমেট এ্যাকশন নেটওয়ার্কের সঞ্জয় ভাসিস্ট, শ্রীলংকার সেন্টার ফর ক্লাইমেট জাস্টিসের হেমান্থা ভিথানাগে, জেনেভার প্লাটফরম অব ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট’র আটলি সোলবার্গ, ফ্রান্সের মিস চিরিন লিবাইনি, ভারতের জলবায়ু বিশেষজ্ঞ সৌম্য দত্ত, বাংলাদেশের সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের জিয়াউল হক মুক্তা প্রমুখ বক্তৃতা করেন।
মূল বক্তব্যে সৈয়দ আমিনুল হক বলেন,একটা ঐতিহাসিক ও ক্রান্তিকালিন সময়ে এই ২৫তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ‘২০২০ সালে এসে আমরা সত্যি একটা সংকটের মুখোমুখী হয়েছি’।
এ বছরের মধ্যেই জাতিসংঘের কনভেনশনের অধীনে প্যারিস চুক্তি অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু জনিত প্রভাব মোকাবেলায় বুনিয়াদি কর্মকান্ড গ্রহণের কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, এ প্রেক্ষাপটে উন্নত দেশগুলোকে তাদের জাতীয় নির্ধারিত অবদান সংশোধন করতে হবে এবং জরুরি পদক্ষেপ হিসেবে তা বৃদ্ধি করতে হবে। তাহলেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকবে।