‘পেঁয়াজ ভোগান্তি’ লাঘবে মাঠে নামছে সিএমপি নারী কল্যাণ সমিতি

158

চট্টগ্রাম, ৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : সাধারণ মানুষের ‘পেঁয়াজ ভোগান্তি’ লাঘবে এবার মাঠে নামছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নারী কল্যাণ সমিতি। নগরীর পাঁচটি থানার কাছাকাছি সুবিধাজনক স্থানে প্রতি কেজি ৪৫ টাকা দরে এসব পেঁয়াজ বিক্রি হবে।আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হবে।
পুলিশ সূত্র জানায়, সকাল ১০টা থেকে প্রত্যেক থানা এলাকায় প্রতিদিন এক টন করে পাঁচ টন পেঁয়াজ বিক্রি হবে। সাতদিন এ কার্যক্রম চলবে। পেঁয়াজ বিক্রির জন্য নির্ধারিত পাঁচ থানা হলো , কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, ইপিজেড ও চান্দগাঁও।
সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান জানান, পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনায় পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বাসসকে জানান, প্রত্যেক থানা এলাকায় সাধারণের জন্য সুবিধাজনক স্থানে কাল শনিবার থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে। আগতদের সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ দেয়া হবে। কোতোয়ালী থানা এলাকার পেঁয়াজ বিক্রি হবে কোতোয়ালীর মোড়ে।