ফেনী মুক্ত দিবস পালিত

245

ফেনী, ৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ফেনী পাক হানাদার মুক্ত হয়েছিল।
আজ শুক্রবার সকালে শহরের জেল রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়।সকাল ১০টায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরজ্জামান পুষ্পস্তবক অপর্ণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফেনী মুক্ত দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন ২নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ বাহার ভূঞা।
বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, দাগনভূঞা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙালী, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু ইউছুপ, মুক্তিযোদ্ধা আবদুর রহমান প্রমুখ।
আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলরোড থেকে শুরু হয়ে ট্রাংকরোড প্রদক্ষিণ করে শহরের দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।