বাসস দেশ-৩০ : জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে : জি.এম. কাদের

154

বাসস দেশ-৩০
জাপা-হকার্স পার্টি
জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে : জি.এম. কাদের
ঢাকা, ৫ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরীব মানুষের সংখ্যা কমছে না। তাই জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতির আদর্শ বাস্তবায়নে কাজ করছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এর পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি ।
জি.এম. কাদের বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। তিনি বলেন, রাজধানীর প্রতিটি ঘরেই গৃহ পরিচারক আছে। আমরা তাদেরও সংগঠিত করতে চাই। দরিদ্র ও শ্রমিক শ্রেণীর ঐক্যই জাতীয় পার্টির মূল শক্তি।
বাসস/সবি/এমএআর/১৮৪০/এইচএন