বাসস রাষ্ট্রপতি-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : শিশুদের মিডডে মিল কর্মসূচিতে সহযোগিতার জন্য ধনাঢ্য ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

149

বাসস রাষ্ট্রপতি-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
আব্দুল হামিদ-শিশু-খাদ্য
শিশুদের মিডডে মিল কর্মসূচিতে সহযোগিতার জন্য ধনাঢ্য ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কাজ শুরু করেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।’
ইতোপূর্বে তাঁর তিনবার রাউজান সফরের কথা স্মরণ করে তিনি এই উপজেলার সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বলেন,‘আমি খুবই সন্তুষ্ট।’
রাষ্ট্রপতি চলমান মিডডে কর্মসূচিতে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রেলওয়ে মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান ।
স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/জেহক/১৭৪০/-আসাচৌ