বগুড়ায় আরডিএ’র প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

339

বগুড়া, ৪ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ স্যাটেলাইট ক্লিনিক ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিকরণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার দেবডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (লীপ) শীর্ষক প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম-সচিব) ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক নুসরাত জাহানের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) ড. সমীর কুমার সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আরডিএ এর উপপরিচালক শুভাগত বাগচী ও সহকারী পরিচালক আব্দুল আলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা সমন্বয়ক রবিউল আলম, সুদের কুমার দাস প্রমুখ।