বাজিস-১২ : ঝালকাঠিতে হাঁস-মুরগি পালন ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

115

বাজিস-১২
ঝালকাঠি- প্রশিক্ষণ
ঝালকাঠিতে হাঁস-মুরগি পালন ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু
ঝালকাঠি, ৪ ডিসেম্বর ২০১৯ (বাসস): জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ বেকার যুবকদের মাসব্যাপি হাঁস-মুরগি পালন এবং মোবাইল সার্ভিসিং কোর্সের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম মাহামুদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বয়কারি মো. আব্দুল্লালহ আল-আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
এই প্রশিক্ষণে ইতিপূর্বে পুলিশের কাছে আত্মসমর্পনকারী ১১ মাদক ব্যবসায়িসহ দুইটি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন।
বাসস/সংবাদদাতা/১৯৩০/এমকে