বাসস ক্রীড়া-১২ : এবার সাতটি দলই ব্যালান্সড : সোহান

130

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-সোহান
এবার সাতটি দলই ব্যালান্সড : সোহান
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ লিগে সাতটি দলই ব্যালেন্সড বলে মনে করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। আগামী ১১ ডিসেম্বর শুরু হওয়া আসরকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। তবে বিদেশী খেলোয়াড়রা এখনো দলের সাথে যোগ দেননি। আজ অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সোহান।
তিনি জানান, ‘যে সাতটি দল এবার খেলছে সবগুলোই ব্যালান্সড। আমাদের দলও সব দিক থেকে ব্যালান্সড। মাঠে যদি আমাদের শতভাগ পারফরম্যান্স দিতে পারি, নিজেদের কাজ ভালোভাবে করতে পারি তাহলে ভালো ফল আসবে।’
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাঠে নামবে বলে জানান সোহান। তবে টি-২০ ফরম্যাটে বলে-কয়ে ম্যাচ জেতা যায় না। তিনি বলেন, ‘টি-২০ তে যেদিন যে দল ভালো খেলবে সেদিন সেই দলই জিতবে। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো আমরা। তবে টি-২০তে যে কোনো দলই শিরোপা জয়ের দাবী রাখে।’
টি-২০ ফরম্যাটে দলের জয়ে অবদান রাখতে পারাটাই বড় বলে মনে করেন সোহান। সেটা বড় ইনিংস খেলে হোক বা বেশি উইকেট শিকার করে হোক। সোহান বলেন, ‘অনেকেই বড় ইনিংসের দিকে ফোকাস রাখে। ৫০-১০০ করার চেষ্টা করে। কিন্তু আমার কাছে, মূল বিষয় আমি যদি ১০ রান করে দলকে ম্যাচ জেতাতে পারি সেটাই অনেক বড়। ১০০ রান করে ম্যাচ হারলে সেই ইনিংসের কোনো মূল্য নাই।’
বাসস/এএমটি/১৯২৩/স্বব