বাজিস-১১ : বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুনের মৃত্যু

108

বাজিস-১১
বগুড়া- মৃত্যু
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুনের মৃত্যু
বগুড়া, ৪ ডিসেম্বর ২০১৯ (বাসস): জেলার শেরপুর উপজেলায় আজ নির্মাণাধীন ভবনে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. মিন্টু মিয়ার (২০) নামের এক তরুনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার শহরের বারোদুয়ারী হাটখোলা এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী অসিমের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মিন্টু পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার ভাদু মিস্ত্রির পুত্র। মিন্টু বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ¯œাতক (সম্মান) শ্রেনীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শেরপুর উপজেলার শহরের বারোদুয়ারী হাটখোলা এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী অসিমের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে ভাদু মিস্ত্রি তার কলেজ পড়–য়া ছেলে মিন্টু মিয়াকে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন।একপর্যায়ে ভবনের ছাদে থাকা নির্মাণ সামগ্রি পরিস্কার করার সময় মিন্টুর হাতে থাকা স্টিলের এসএস পাইপ ওই ভবন সংলগ্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের (৩৩হাজার কেভি) স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে মিন্টু ওই ভবনের ছাদে ছিঁটকে পড়েন। এসময় স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে মিন্টুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান লিংকন জানান, মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিঁটকে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এতে করে তার নাক দিয়ে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। সবমিলিয়েই তার মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৯২০/এমকে