ইনজুরিতে পড়ে হাসপাতালে বাংলাদেশের স্বর্ণ জয়ী কারাতেকার প্রিয়া

358

কাঠমান্ডু, ৪ ডিসেম্বর ২০১৯ (বাসস): দলগত কারাতে ইভেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করা মহিলা কারাতেকার মারজান আক্তার প্রিয়া।
তবে চিকিৎসা নেয়ার পর তিনি শংকা মুক্ত বলে নিশ্চিত করেছেন কারাতে ফেডারেশনের টিম ম্যানেজার কিয়াউস শিউ হিলা।
আজ এসএ গেমসে শ্রীলংকান প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকালে কানে আঘাত পান প্রিয়া। সঙ্গে সঙ্গেই এম্বুলেন্সে করে স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাজওয়াল মান শ্রেষ্ঠা বলেন,‘ আমরা তাকে পরখ করে দেখেছি এবং ব্যাথা নাশক ঔষধ দিয়েছি। কারন তিনি বলেছেন যে ঘারের উপরের ভাগে ব্যাথা অনুভব করছেন। আপাতত তিনি ভাল আছেন। তবে পুনরায় তাকে পরীক্ষা করার জন্য একজন নিউরো বিশেষজ্ঞকে ডেকে পাঠিয়েছি।’
কারাতে ফেডারেশনের ম্যানেজার বলেন, ‘হাসপাতালে পাঠানোর পর প্রিয়া এখন ভাল আছেন। তবে তার ইনজুরির কারণে আমরা আরেকটি স্বর্ন পদক থেকে বঞ্চিত হয়েছি।’
মুঞ্জেরা বর্না, মারজান আক্তার প্রিয়া, হুমায়রা আক্তার অন্তরা ও নাঈমা আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ মহিলা কারাতে দল কুমিতে সে সময় শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারালেও ইনজুরিতে পড়া প্রিয়ার অনুপস্থিতিতে তারা একই ব্যবধানে হেরে গেছে পাকিস্তানের কাছে।
গতকাল কারাতে থেকে বাংলাদেশের লাভ করা তিনটি স্বর্ন পদকের একটি জয় করেছেন প্রিয়া।