বাসস দেশ-৩৩
বিমানের ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক ডিজিএম ও পরিচালক কারাগারে
ঢাকা, ৩ ডিসেম্বর ২০১৯ (বাসস) : বিমান বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিংয়ে ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে আটক বিমানের সাবেক ডিজিএম ইফতেখার হোসেন চৌধুরী ও পরিচালক আলী আহসান বাবুকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইলিয়াম মিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিমান বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিংয়ে ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিমানের সাবেক ডিজিএম ইফতেখার হোসেন চৌধুরী ও পরিচালক আলী আহসান বাবুকে আজ দুপুরে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। পরে আজই তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো পরিবহনে সুষ্ঠু বাণিজ্যিক পরিকল্পনার অভাবে বিভিন্ন সময় লুটপাটের ঘটনা ঘটে। বিমানের অভ্যন্তরীণ নীরিক্ষার হিসাব মতে, ২০০৮ সাল থেকে প্রতি বছর কার্গো হ্যান্ডলিং চার্জ বাবদ ৭৬ কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ ওঠে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৫৯/-জেজেড