বাজিস-৮ : নোয়াখালীতে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে

122

বাজিস-৮
নোয়াখালী- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
নোয়াখালীতে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে
নোয়াখালী, ৩ ডিসেম্বর ২০১৯ (বাসস): জেলার কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নে সম্পূর্ণ বিনামূল্যে দানকৃত আটবিঘা জমিতে এতিম ছেলেমেয়েদের জন্য একশ’ আসন বিশিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এ সময় নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব খান ও সহকারি পরিচালক বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জেলার কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নে রওশনা আক্তার হায়দার সম্পূর্ণ বিনামূল্যে প্রায় আটবিঘা বা ২০৮ শতাংশ জমি দান করেছেন।
বাসস/সংবাদদাতা/১৮২৫/এমকে