বাসস দেশ-২৪ : শাহজালালে প্রায় ৯ কেজি সোনাসহ এক যাত্রী আটক

127

বাসস দেশ-২৪
শাহজালাল-সোনা উদ্ধার
শাহজালালে প্রায় ৯ কেজি সোনাসহ এক যাত্রী আটক
ঢাকা, ৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৭২ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা ।
ওই যাত্রীর নাম হিমেল খান। আটককৃত সোনার বাজার মূল্য ৪ কোটি সাড়ে ২২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো: সাজ্জাদ হোসেন আজ মঙ্গলবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইনের (ইকে-৫৮৪) উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন হিমেল খান।
তিনি গতকাল রাত ১২টার দিকে বিমানবন্দরে নামলে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে ৮ কেজি ৪৫০ গ্রাম সোনা উদ্ধার করে।
জিঞ্জাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে হিমেল খানকে বিমানবন্দর থানায় সোপর্দ করে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১৫/কেকে