বাজিস-৩ জয়পুরহাটে স্কাউট কমিশনারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

131

বাজিস-৩
জয়পুরহাট-প্রশিক্ষণ
জয়পুরহাটে স্কাউট কমিশনারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ
জয়পুরহাট, ৩ ডিসেম্বর,২০১৯ (বাসস)ঃ বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকাল ১০টায় কশিনার ও সহকারি কমিশনারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা স্কাউটস কমিশনার ও স্থানিয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসাবে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার ( ট্রেনিং) আঞ্জুমান আরা বেগম, জেলা স্কাউটস সম্পাদক শাহাদুল ইসলাম সাজু, লিডার ট্রেনার খলিলুর রহমান, আঞ্চলিক উপ কমিশনার ( গবেষণা ও মূল্যায়ন) রায়হানুল আলম প্রমূখ। প্রশিক্ষণে ২০১৮-১৯ সালের বাস্তবায়িত ও ২০১৯–২০২০ প্রস্তাবিত কর্মসূচী নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের ৫ জন কমিশনার ও ৩৫ জন সহকারি কমিশনার অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ শেষে জেলার স্কাউটিং আরও গতিশীল হবে এমন প্রত্যাশার কথা জানান আয়োজকরা। উল্লেখ্য, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিদ্যালয়ে দুটি করে কাব ও স্কাউটদল খোলার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ স্কাউটস।
বাসস/সংবাদদাতা/১২-০৯/নূসী