বাসস দেশ-৩৩ : ১১৯৭ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাস্টারমাইন্ড দিদারুল গ্রেফতার

269

বাসস দেশ-৩৩
দিদারুল-গ্রেফতার
১১৯৭ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাস্টারমাইন্ড দিদারুল গ্রেফতার
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আজ রাজধানীর বিজয়নগর মাহতাব সেন্টার থেকে ১৫টি মানিলন্ডারিং মামলার এজাহারভূক্ত আসামী দিদারুল আলম টিটু ও তার সহযোগি কবীর হোসেনকে গ্রেফতার করেছে।
সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
উল্লেখ্য,আসামী দিদারুল আলম টিটু ও তার সহযোগি কবীর হোসেন এবং আসামী আব্দুল মোতালেব ও অন্যান্য সহযোগি মেসার্স এগ্রো বিডি এন্ড জেপি,হেনান আনহুই এগ্রো এলসি এবং হেব্রা ব্র্যাঙ্কো নামে ৩টি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে মদ,সিগারেট, ফটোকপিয়ার মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে ১১৯৭ কোটি টাকা মানি লন্ডারিং করেছেন।
বাসস/সবি/আরআই/১৯৫২/-আসাচৌ