বাসস দেশ-৩০ : জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

240

বাসস দেশ-৩০
জাপা- সম্মেলন
জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন উপলক্ষে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই কমিটির আহ্বায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পার্টি চেয়ারম্যান সম্মেলন বাস্তবায়নের জন্য ৯টি উপ-কমিটি এবং নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছেন।
সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
সদস্যবৃন্দ হলেন, বেগম রওশন এরশাদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি, এম.এ. সাত্তার, আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মোঃ হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু এমপি, আলহাজ¦ সাহিদুর রহমান টেপা, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, ফকরুল ইমাম এম.পি, মুজিবুল হক চুন্নু এম.পি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম এম.পি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), মোঃ হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, নাসরিন জাহান রতনা এমপি, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আক্তার এমপি, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, রানা মোঃ সোহেল এমপি প্রমুখ।
উপকমিটির মধ্যে রয়েছে শৃঙ্খলা উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, দফতর উপ কমিটি আন্তর্জাতিক উপকমিটি,অর্থ উপকমিটি, সাংস্কৃতিক উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, মঞ্চ উপকমিটি ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন- প্রধান নির্বাচন কমিশনার- এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল শুভ রায় ও এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
বাসস/সবি/এমএআর/১৯৪৫/শআ