বাজিস-১২ : নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের দায়ে চারটি ইটভাটাকে জরিমানা

247

বাজিস-১২
নারায়ণগঞ্জ- জরিমানা
নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের দায়ে চারটি ইটভাটাকে জরিমানা
নারায়ণগঞ্জ, ২ ডিসেম্বর ২০১৯ (বাসস): হাইকোর্টে নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের দায়ে জেলার ফতুল্লা উপজেলায় আজ ৪টি ইটেরভাটা ভেঙ্গে দেয়ার পাশাপাশি সেগুলোকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে এসব ইটের ভাটা বন্ধ করে দেয়।
অভিযানকালে নারায়নগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মেহেদী হাসান ফারুক উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় ইটেরভাটাগুলোকে জরিমানা করা হয়েছে এবং সেগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানাসহ বন্ধ হওয়া ইটের ভাটাগুলো হলো- আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার ২, এ এম টি ব্রিকস ফতুল্লা ও এম বি সি ব্রিকস।
বাসস/সংবাদদাতা/১৯৩৯/এমকে