বাসস দেশ-২৮ : আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে

248

বাসস দেশ-২৮
আনসারুল্লাহ সদস্য-রিমান্ড
আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর খিলক্ষেত এলাকায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আজ ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
তারা হলেন-মাসুম মিয়া ওরফে মাসুম, আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান, রাকিবুল হাসান ওরফে সিয়াম এবং আব্দুল্লাহ আল রোমান ওরফে মনিরুল ইসলাম ওরফে ফারুক আহম্মেদ।
সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
খিলক্ষেত থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে খিলক্ষেত থানার নিকুঞ্জ থেকে তাদেরকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও উগ্রবাদী বই জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯২৫/এএএ