বাজিস-১১ : বিভিন্ন জেলায় ৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

122

বাজিস-১১
পেঁয়াজ বিক্রি- ৪৫টাকা
বিভিন্ন জেলায় ৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, ঝালকাঠি, ফেনী, ভোলা প্রভৃতি জেলায় আজ সোমবার থেকে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
বাসস-এর মাগুরা সংবাদদাতা জানান, জেলায় টিসিবি’র উদ্যোগে আজ থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন প্রমুখ।এ সময় শহরের বিভিন্ন এলাকার লোকজন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনেন।
বাসস-এর ঝিনাইদহ সংবাদদাতা জানান, জেলায় আজ থেকে খোলাবাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
সোমবার শহরের পায়রাচত্বরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র তত্বাবধানে খোলাবাজারে বিক্রি শুরু করেছে মেসার্স জয় এন্টারপ্রাইজ। সেখানে ক্রেতারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করেন।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, জেলায় ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮১৮/এমকে