বাজিস-৯ : জয়পুরহাটে বেকার যুবকদের জন্য ১৫ দিন মেয়াদি প্রশিক্ষণ শুরু

119

বাজিস-৯
জয়পুরহাট- প্রশিক্ষন
জয়পুরহাটে বেকার যুবকদের জন্য ১৫ দিন মেয়াদি প্রশিক্ষণ শুরু
জয়পুরহাট, ২ ডিসেম্বর, ২০১৯ (বাসস): ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের অর্থায়নে ও যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কাডর্যালয়ের উদ্যোগে বেকার যুবকদের ১৫ দিন মেয়াদি রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষন কর্মসূচি আজ শুরু হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন।
বক্তব্য রাখেন জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মকছুদুল কবীর, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং বিষয়ক প্রশিক্ষনে জেলার ২০ জন বেকার যুবক অংশগ্রহন করছেন।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে