ভারতের মুম্বাইয়ে দেয়াল ধসে হতাহত ৩

255

নয়াদিল্লী, ৩ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পশ্চিমাঞ্চলীয় মুম্বাই নগরীতে হাউজিং সোসাইটির একটি সীমানা প্রাচীর ধসে এক ব্যক্তি নিহত ও দু’জন আহত হয়েছে। প্রবল বর্ষণের কারণে দেয়ালটি ধসে পড়ে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
তারা আরো জানান, থানির পাটলিপাদা এলাকায় ৩০ ফুট লম্বা সীমানা প্রাচীরটি সোমবার রাতে কমপক্ষে চারটি বাড়ির ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
থানির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের কর্মকর্তা সন্তোশ কদাম বলেন, ‘বাড়িগুলোর ওপর দেয়াল ধসের ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং এক নারী ও এক শিশু মারাত্মকভাবে আহত হয়।’
আহতদের ছত্রপতি শিভাজি মহারাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।