বাসস দেশ-২৯ : সরকারের যুগপযোগী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ বর্তমানে খাদ্য উদ্বৃত্তের দেশ : কৃষিমন্ত্রী

199

বাসস দেশ-২৯
ড. রাজ্জাক-শিবপুর-পথসভা
সরকারের যুগপযোগী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ বর্তমানে খাদ্য উদ্বৃত্তের দেশ : কৃষিমন্ত্রী
নরসিংদী, ১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের যুগপযোগী পদক্ষেপ গ্রহণ করায় দেশ খাদ্য ঘাটতির দেশ, খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশ শুধু খাদ্যে স্বয়ং সম্পুর্ণই নয়, রপ্তানির সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
আব্দুর রাজ্জাক আজ জেলার শিবপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, গত অর্ধযুগ ধরে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশ বিরোধী পাকিস্তানের প্রেতাত্মাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
প্রচুর পরিমাণ সবজি উৎপন্ন হওয়ায় তা রপ্তানীর জন্য জেলায় একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক ভুঞা এমপি, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লা ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দূল মতিন ভুঞা।
বাসস/সবি/এমএএস/১৮২৫/কেজিএ