বাসস ক্রীড়া-৯ : ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ হচ্ছেন অনিক

117

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-অনিক
ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ হচ্ছেন অনিক
ঢাকা, ১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছে দেশের উঠতি ফাস্ট বোলার বাঁ-হতি কাজী অনিক।
আইসিসি অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের গত আসরে অংশ নেয়া ও ঘরোয়া জাতীয় ক্রিকেট লীগের(এনসিএল) শেষ রাউন্ডে ডোপ টেস্টে ধরা পড়েন ঢাকা মেট্রোর অনিক।
যদিও আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়র লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল, তবে পরবর্তীতে তা বাদ দেয়া হয়।
ইতোপুবের্ বাংলাদেশ ক্রিকেট বোের্ডর(বিসিবি) নেয়া বিভিন্ন কর্মসূচিতে অনিকের নাম থাকলেও এখন তাকে বাদ হয়েছে বলে জানান প্রধান র্বিাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু আজ সাংবাদিকদের বলেন, ‘মেডিকেল টিম আমাদের জানিয়েছে-এনসিএলে সে ডোপ টেস্টে ধরা পড়েছেন। যে কারণে আমরা আর তাকে এনসিএলে রাখিনি। আমরা বিপিএল নিলাম তালিকায়ও তার নাম না রাখার সিদ্ধন্তি নিয়েছে।’
তিনি বলেন,‘আমাদের কিছু কর্মসুচিতে তার নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মেডিকেল টিমের কাছ থেকে পুর্ন রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
বাসস/এসএমপি/স্বব/১৭৫০/এএমটি