বাসস বিদেশ-৭ : ভারতে বাস দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

197

বাসস বিদেশ-৭
ভারত-দুর্ঘটনা-পুলিশ
ভারতে বাস দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নয়া দিল্লী, ৩ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরাখান্ড প্রদেশে বাস দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার ওই দুর্ঘটনায় ৪৮ জন প্রাণ হারায়। খবর সিনহুয়া’র।
উত্তরাখান্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় রাজ্য পুলিশের উপ-মহাপরিদর্শক পুষ্পক জ্যোতিকে পদচ্যুত করেন।
মঙ্গলবার সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণে অপর দুই কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়।
রোববার সকালে রাজ্যের রাজধানী দেরাদুন থেকে ২ শ’ কিলোমিটার দূরে পাউরি গারোয়াল জেলার পাইপালি-ভোয়ান পাহাড়ি রাস্তা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি পিছলে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৪৫ যাত্রী নিহত হয় এবং হাসপাতালে আরো তিন জন মারা যায়। বেঁচে যাওয়া ১২ যাত্রীর মধ্যে সাতজন সামান্য আহত হয়।
প্রাথমিক তদন্তে দেখা যায় ২৮ সিটের বাসটিতে এর ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হচ্ছিল এবং মাত্রাতিরিক্ত দ্রুত বেগে চলছিল।
একজন কর্মকর্তা জানান, পাহাড়ি রাস্তায় দ্রুত বেগের বাসটি বাক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে।
বাসস/এসই/১৩৩০/আরজি