বাসস ক্রীড়া-৬ : উরুর ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেম্বেলে

158

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইনজুরি
উরুর ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেম্বেলে
বার্সেলোনা, ৩০ নভেম্বর ২০১৯ (বাসস) : ডান উরুর ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে।
২২ বছর বয়সী ডেম্বেলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২৫ মিনিটে ডান উরুতে আঘাত পেয়ে মাঠ ত্যাগ করলে তার স্থানে খেলতে নেমেছিলেন আঁতোয়া গ্রীজম্যান।
ইনজুরির কারণে এই ফ্রেঞ্চ তারকা মৌসুমের প্রথম এল ক্লাসিকো ছাড়াও এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ থেকেও তিনি ছিটকে গেছেন। একটি সূত্র জানিয়েছে ডেম্বেলের ক্রমাগত এই পেশীর সমস্যায় বার্সেলোনা বেশ দু:শ্চিন্তায় পড়েছে। বার্সায় যোগ দেবার পর এই নিয়ে নবমবারের মত ইনজুরিতে পড়লেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
বাসস/নীহা/১৭৫০/স্বব