বাসস ক্রীড়া-৩ : টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী

167

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-রেকর্ড
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী
এডিলেড, ৩০ নভেম্বর ২০১৯ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে এডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অপরাজিত ৩৩৫ রান করে ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ শীর্ষ ১০ স্কোরারের তালিকায় নাম লিখিয়েছেন।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরারের তালিকা :
৪০০*-ব্রায়ার লারা (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, সেন্ট জনস, ২০০৪
৩৮০- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) বনাম জিম্বাবুয়ে, পার্থ, ২০০৩
৩৭৫- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, সেন্ট জনস, ১৯৯৪
৩৭৪- মাহেলা জয়াবর্ধেনে (শ্রীলংকা) বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো, ২০০৬
৩৬৫*-গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) বনাম পাকিস্তান, কিংস্টন, ১৯৫৮
৩৬৪- লেন হুটন (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, ওভাল, ১৯৩৮
৩৪০- সনাত জয়সুরিয়া (শ্রীলংকা) বনাম ভারত, কলম্বো ১৯৯৭
৩৩৭- হানিফ মোহাম্মদ (পাকিস্তান) বনাম ওয়েস্ট ইন্ডিজ, ব্রিজ টাউন, ১৯৫৮
৩৩৬- ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড, ১৯৩৩
৩৩৫*- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) বনাম পাকিস্তান, এডিলেড, ২০১৯
বাসস/নীহা/১৭০৫/ স্বব