চট্টগ্রামে পেশাদার অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

179

চট্টগ্রাম, ৩০ নভেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে আলী আকবর (৫০) নামে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আজ গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে চারটি ওয়ানশুটার গান ও তেইশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, ওই ব্যক্তি বাঁশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি দল শিকলবাহা শাহজালাল মেট্রেস নামে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি পাওয়া যায়। আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ার চর এলাকার নুর আহমদের পুত্র।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আকবর জানিয়েছে, এসব অস্ত্র সে হাতিয়া নিয়ে যাচ্ছিল জলদস্যুদের কাছে বিক্রির জন্য। সে এধরণের কাজ নিয়মিত করে থাকে। লুঙ্গি পরে পায়ে হেঁটে নগরীতে ঢুকেছিল, যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে।