বাজিস-৩ : মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে নাটোরে মতবিনিময়

148

বাজিস-৩
নাটোর-মতবিনিময়
মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে নাটোরে মতবিনিময়
নাটোর, ৩০ নভেম্বর, ২০১৯ (বাসস) : মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে নাটোরে বিটিভি জেলা প্রতিনিধি সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নাটোরে। রাণীভবানী রাজবাড়ী প্রাঙ্গনে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনের সারাদেশের জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সভার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শুধু স্বাধীন ভূখন্ডই উপহার দেননি, এদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে বঙ্গবন্ধু অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন কাজও শুরু করেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে যেত।
কৃতজ্ঞ বাঙালী জাতির পাশাপাশি ইউনিসেফের উদ্যোগে বিশ্বের ১৯০টি দেশে পালিত হবে মুজিব বর্ষ-২০২০। এ সভার গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনা মুজিব বর্ষ-২০২০ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভাপতি এফ এম এ সালাম সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও নির্বাহী সম্পাদক এনামুল কবীর টুকু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি’র জেলা প্রতিনিধি জালাল উদ্দিন প্রমুখ।
সভার দ্বিতীয় সেশনে বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভায় মুজিব বর্ষ-২০২০ উদযাপন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উদ্বোধনী সেশনে বিটিভি’র জেলা প্রতিনিধিদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বাসস/সংবাদাদাতা/১২৪৬/নূসী