চট্টগ্রামে গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় আহত তৃষা মারা গেছে

218

চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রামে গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় আহত তৃষা নওরীন গোমেজ (২২) আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে তিনি মারা যান।
গত ১৭ নভেম্বর সকালে চট্টগ্রাম মহনগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপ লিকেজজনিত বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ওই বিস্ফোরণের ঘটনায় নারী ও কিশোরসহ ৭ জনের মৃত্যু হয়। আহত হন তৃষাসহ আরো ১০ জন।
নগরীর পাথরঘাটার অনল গোমেজের মেয়ে তৃষা পড়তেন নগরীর ইসলামিয়া কলেজে। পড়ালেখার পাশাপাশি পাথরঘাটা সেন্ট জনস গ্রামার স্কুলে শিক্ষকতাও করতেন।
ওই দিন সকালে স্কুলে ক্লাস নিতে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন তৃষা। দুর্ঘটনায় অন্যান্য আহতের সাথে তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তৃষাসহ ৪ জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তৃষা গোমেজ মারা যান।