বাসস ক্রীড়া-৭ : ইনফান্তিনোর দৃষ্টি আফ্রিকান লীগে

138

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ফিফা-ইনফান্তিনো
ইনফান্তিনোর দৃষ্টি আফ্রিকান লীগে
লুবাম্বাশি (ডিআর কঙ্গো), ২৯ নভেম্বর ২০১৯ (বাসস/এএফপি) : জমজমাট আফ্রিকান লীগ দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ লক্ষ্যে ওই মহাদেশের স্টেডিয়াম নির্মাণের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি।
ডিআর রিপাবলিকের প্রাচীন ক্লাব টিপি মাজেম্বের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে ইনফান্তিনো বলেন, ‘আমাদেরকে আফ্রিকার সেরা ২০টি ক্লাব বাছাই করতে হবে এবং তাদেরকে আফ্রিকান লীগে যুক্ত করতে হবে। এমন লীগ দিয়ে কমপক্ষে ২০০ মিলয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব। যেটি বিশ্বের শীর্ষ ১০ আসরের তালিকায় জায়গা করে নিতে পারবে।’
এ জন্য আফ্রিকার প্রতিটি দেশে ফিফা মানের স্টেডিয়াম নির্মাণের জন্য অন্তত এক বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা করা হচ্ছে বলে উল্লেখ করেন ৪৯ বছর বয়সি ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমরা আফ্রিকার সেরা রেফারিদের বাছাই করব এবং তাদেরকে বেতন দেব। আমরা পেশাদার আফ্রিকান রেফারি তৈরী করতে চাই। আফ্রিকান ফুটবলকে বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে চাই আমি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫০/স্বব