বাজিস-৫ : শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

217

বাজিস-৫
শেরপুর- সার ও বীজ
শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেরপুর, ২৮ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ কৃষি প্রনোদনার অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশরাফ উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ৫১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার, ২০ কেজি গম এবং দুইকেজি করে ভূট্টা ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২০২০/এমকে