বাসস দেশ-৩৩ : বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার সুযোগ দিতে চায় জার্মান : রাষ্ট্রদূত

156

বাসস দেশ-৩৩
রাষ্ট্রদূত-শিক্ষার্থী
বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার সুযোগ দিতে চায় জার্মান : রাষ্ট্রদূত
সিলেট, ২৮ নভেম্বর ২০১৯ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফারেনহোল্টজ বলেছেন, উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় বাংলাদেশীদের সুযোগ দিতে চায় জার্মান।
বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে ‘জার্মানিতে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশী শিক্ষার্থীদের হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থী ও গবেষক হিসেবে জার্মানিতে প্রচুর লোকবল প্রয়োজন। এ বছরই এক হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি দিয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক ও ইন্টারন্যাশনাল মডার্ণ ল্যাংগুয়েজের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) বাংলাদেশ প্রতিনিধি রুমানা কবির এবং বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা তামারা কবির।
বাসস/সংবাদদাতা/এসএস/১৯২৫/কেএআর