বাসস দেশ-২৭ : উত্তরায় চলন্ত প্রাইভেটকার ভস্মীভূত

139

বাসস দেশ-২৭
গাড়ি- ভস্মীভূত
উত্তরায় চলন্ত প্রাইভেটকার ভস্মীভূত
ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৯ (বাসস): রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় একটি চলন্ত প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন হাউজবিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের ওপর ওই প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি উইনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে গাড়িটি সম্পূর্ণরুপে ভষ্মীভূত হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা জানান,বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রাইভেটকারটি ঢাকা থেকে টঙ্গী যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির সামনে কালো ঁেধায়া দেখে চালক গাড়িটি রাস্তার মধ্যে থামান। চালক গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। গাড়িতে চালক ছাড়া অন্য কোন যাত্রী ছিল না। মুহূর্তের মধ্যে মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, আগুনে ভস্মীভুত প্রাইভেট কারটির নম্বর পাওয়া গেছে। আমরা এখন সহজে গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করতে পারবো। কি কারণে গাড়িতে আগুন লেগেছে তার কারণও জানা যাবে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- প্রাইভেকারের ব্যাটারিতে শর্টসাকিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৩৭/-জেজেড