লক্ষ্মীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের নির্মাণ কাজ শুরু

354

লক্ষ্মীপুর, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে তিনতলা বিশিষ্ট এ ভবনটি নির্মানে ব্যয় হবে এককোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
আজ বুধবার দুপুর ২টার দিকে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মিনহাজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ।
জানা গেছে,
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক এ ভবনটিতে থাকছে ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও রেস্ট হাউস। ঠিকাদারী প্রতিষ্ঠান ইউপি মং-এর পক্ষে মেসার্স দি লক্ষ্মী বিল্ডার্স ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।