বাসস দেশ-১৯ : জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

115

বাসস দেশ-১৯
জাপা-ওমান-সাক্ষাৎ
জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস): জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী।
আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে তারা এ সাক্ষাৎ করেন।
সভায় কাদের বলেন,এ বৈঠকের ফলে দুটি দেশের পারস্পারিক বন্ধুত্ব আরো সুদৃঢ় হওয়ার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ওমানের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে।অন্যদিকে বিপুল সংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ হবে।
ওমানের রাষ্ট্রদূত বলেন,বর্তমানে ওমানে প্রায় সাড়ে ৬ লাখ বাংলাদেশী কর্মরত আছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় বাংলাদেশীরা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। কর্মরত বিদেশীদের মধ্যে সব চেয়ে বেশি বাংলাদেশীরাই সংখ্যার দিকে থেকে বেশি।ভবিষ্যতে আরো বিপুলসংখ্যক বাংলাদেশী ওমানের কাজের সুযোগ পাবেন।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু,চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ উদ দৌলা ও মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৭০০/কেজিএ