দিবালার একমাত্র গোলে শীর্ষ স্থান নিশ্চিত জুভেন্টাসের

151

তুরিন, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : পাওলো দিবালা অসাধারণ কার্লিং ফ্রি-কিকে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-ডি’র শীর্ষস্থান নিশ্চিত করেছে জুভেন্টাস।
দুই ম্যাচ হাতে রেখে এর আগেই অবশ্য ইতালিয়ান চ্যাম্পিয়নদের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে মঙ্গলবারের জয়ে গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত হলো জুভদের।
প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বাম পায়ের জোড়ালো শটে দিবালা বল জালে জড়ান। এই গোলে এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলনা। নক আউট পর্বে যেতে হলে আগামী মাসে লোকোমোটিভর মস্কোর বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দিয়েগো সিমিয়োনের দলকে অবশ্যই জয়ী হতে হবে।
ম্যাচ শেষে জুভেন্টাস কোচ মরিসিও সারি বলেছেন, ‘আমি মনে করি দিবালা যে গোলটি দিয়েছে তা সাধারণত কেউই প্রত্যাশা করেনা। সে সত্যিকার অর্থেই ভিন্ন কিছু করেছে। এজন্য অবশ্যই দিবালা প্রশংসা পাবার যোগ্য। এটা তার অসাধারণ দক্ষতার ফলাফল।’
আটালান্টার বিপক্ষে গত সপ্তাহে লিগ ম্যাচে অনুপস্থিত থাকার পর কাল পুরো ম্যাচে মাঠে ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। হাঁটুর হালকা ইনজুরির কারনে আগে দুটি ম্যাচে তাকে বদলী করা হয়েছিল। আপাতত রোনাল্ডো পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন বলেই নিশ্চিত করেছেন সারি।
পাঁচ ম্যাচে ৪টিতেই জয়ী হয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্টাস। এ্যাথলেটিকোর সংগ্রহে আছে ৭ পয়েন্ট। গতকাল লোকোমোটিভকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহে আছে ৬ পয়েন্ট।
সিমিওনে বলেছেন, ‘দারুন এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আমরাও দারুন খেলেছি। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও দক্ষতার অভাবে তা কাজে আসেনি। ফুটবলে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গোলই আমরা করতে পারিনি। তবে আমরা সব সময়ই ম্যাচের আবহ ধরে রেখেছিলাম।’
ইন-ফর্ম গঞ্জালো হিগুয়েইন বদলী বেঞ্চে থাকায় আক্রমনভাগে রোনাল্ডোর সাথে ছিলেন দিবালা। প্রথমার্ধে কর্ণার ফ্ল্যাগের সাথে ধাক্কা লাগায় আরেকটি ইনজুরি শঙ্কায় ছিলেন রোনাল্ডো। কিন্তু শেষ পর্যন্ত গুরুতর কিছু হয়নি। প্রথমার্ধটা এ্যাথলেটিকোও বেশ ভাল খেলেছে। ১৩ মিনিটে থমাস পার্টেও দুর পাল্লার ভলি অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। সাওল নিগুয়েজের শট আটকাতে জুভেন্টাসের গোলরক্ষক ওজিচেক সিজিসনিকে বেশ কষ্ট করতে হয়েছে। বিরতির ঠিক আগে ২৬ বছর বয়সী দিবালা নিখুঁত ফ্রি-কিকে ওবলাককে বোকা বানালে এগিয়ে যায় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে রোনাল্ডো ও ওয়েলস তারকা এ্যারন রামসের স্থানে বদলী হিসেবে খেলতে নামা ফেডেরিকো বার্নারডেশীর ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি জুভেন্টাস। ৭৬ মিনিটে হিগুয়েইনকে জায়গা করে দিতে বদলী বেঞ্চে চলে যান দিবালা। এসময় সমর্থকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে।