বাসস দেশ-১২ : দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে পারে

119

বাসস দেশ-১২
আবহাওয়া-পূর্বাভাস
দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে পারে
ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস): দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক ছিল ৯৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২২ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবন্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৬৩০/-আসাচৌ